আর্কাইভ থেকে দেশজুড়ে

কীটনাশকের থাবায় প্রাণ হারালো অর্ধশতাধিক পাখি

বান্দরবানের আলীকদমে ধানখেতে দেয়া কীটনাশকে মৃত পোকা খেয়ে অর্ধশতাধিক পাখির মৃত্যু হয়েছে। পোকা খাওয়ার পরে খেতের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে মৃত পাখিগুলো।

গেলো শুক্রবার (২২ ডিসেম্বর) আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া গ্রামের  হেডম্যান ও বনবিভাগ ঘটনাটি নিশ্চিত করেছেন।

বন বিভাগের আলীকদম তৈন রেঞ্জ কর্মকর্তা জুলফিকার আলী জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে  সবসময়  জোর দিয়ে আসছেন পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা।

এ সম্পর্কিত আরও পড়ুন