আর্কাইভ থেকে বাংলাদেশ

টুইটারে ছাঁটাইয়ের ইঙ্গিত মাস্কের

ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণ নিয়ে টুইটারের মালিক হয়েছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। এতো টাকা শোধ করবেন কিভাবে? এমন প্রশ্নের মুখেই জানা গেলো, প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মী ছাঁটাই ও কিছু উচ্চপদস্থ কর্মীর বেতন কমিয়ে এই ঋণ শোধ দেয়া যাবে। জানিয়েছেন মাস্কের এক ঘনিষ্ঠ সূত্র।

আনন্দবাজার জানিয়েছে, টুইটার কিনতে ২,৫৫০ কোটি ডলার (প্রায় ১ লক্ষ ৭২ হাজার ১৭৭ কোটি টাকা) ঋণ নিয়েছেন তিনি।

উপার্জন বৃদ্ধি করার জন্য টুইটারকে তিনি নতুন ব্যবসা রূপান্তর করতে চেয়েছেন। ইতিমধ্যেই ‘টুইটার ব্লু’ নামক একটি প্রিমিয়াম পরিষেবা টুইটারে চালু করা হয়েছে। 

তিনি টুইটারের এই পরিষেবাটি অনেক বড় করতে চায়। তবে মাস্ক টুইটারকে বিজ্ঞাপন নির্ভর করতে চান না।

গেলো ২৫ এপ্রিল ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটারের মালিকানা পান মাস্ক। ১৪ এপ্রিল ঋণদাতা সংস্থাগুলির কর্তাদের সঙ্গে বৈঠকে ঋণ শোধের সম্ভাব্য দিশানির্দেশ দেন তিনি। সেখানেই ছাঁটাই এবং বেতন কমানোর ইঙ্গিত দেয়া হয়।

প্রসঙ্গত, মোট ২,৫৫০ কোটি ডলার ঋণের মধ্যে মাস্ক ১,৩০০ কোটি নিয়েছেন টুইটারের মালিকানা দেখিয়ে। বাকি ১,২৫০ কোটি ডলার ঋণ নিয়েছেন টেসলাতে নিজের অংশীদারিত্ব দেখিয়ে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন