আর্কাইভ থেকে দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা  বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার কিছু আগে ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‍্যবস্থাপক আলীম দাইয়্যান।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে ছয়টি ফেরি আটকা পড়ে।

আলীম দাইয়্যান বলেন, মধ্যরাতের পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। সেজন্য দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশা কেটে গেলে ১১টার আগে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ফেরি বন্ধ হওয়ার পর দুই ঘাটে আটকা পড়ে বহু যানবাহন। এরমধ্যে যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন যানবাহন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। ফেরি চলাচল শুরুর পর এসব যান আস্তে আস্তে নদী পার হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন