আর্কাইভ থেকে ক্রিকেট

যে পরিকল্পনায় মোস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই

২০২৪ আইপিএল আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজ। আসরটিতে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের হয়ে খেলবেন তিনি।

তবে মোস্তাফিজের শুরুর দিকের সেই পারফরম্যান্স এখন আর নেই বললেই চলে। তবুও কেন এই টাইগার পেসারকে দলে নিলো চেন্নাই তা জানা ছিল না দলটির সমর্থকদের। এবার মোস্তাফিজকে দলে নেয়ার কারণ জানিয়েছেন দলটির প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন। সে সঙ্গে জানিয়েছেন তাকে দলে নেয়া ছিল পূর্বপরিকল্পিত ছিল।

চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামের উইকেটে অনেক সময়ই বল গ্রিপ করে কিছুটা, বল পিচ করে থমকে আসে খানিকটা। এই ধরনের উইকেটে এখনও মোস্তাফিজ কার্যকর হতে পারেন তার স্লোয়ার ও কাটারের বৈচিত্র্য দিয়ে। এই মাঠের দুই পাশের সীমানাও বেশ বড়, যা এ বাঁহাতি পেসারের বোলিংয়ের জন্য হবে সহায়ক।

শনিবার (২৩ ডিসেম্বর) চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে চেন্নাইয়ের প্রধান নির্বাহীর কাছে সাম্প্রতিক নিলামের বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি বলব যে যাদেরকে নেয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন