আর্কাইভ থেকে ক্রিকেট

শান্তির প্রতীক পায়রা ব্যবহারেও খাজাকে বাঁধা আইসিসি

পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে জুতায় ফিলিস্তিনের জন্য সহানুভূতি জানিয়ে স্লোগান লিখে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। তবে ‘রাজনৈতিক’ কারণ দেখিয়ে এই ওপেনারকে অনুমতি দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

দুই দিন পর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দল দুটি। সেই ম্যাচে নিজের ব্যাটে ও জুতায় শান্তির প্রতীক পায়রা ও ‘01: UDHF’ লেখা স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন খাজা। তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারকে অনুমতি দেয়নি আইসিসি।

আজ রোববার মেলবোর্নে ব্যাটে ও জুতায় শান্তির প্রতীক পায়রা ও ‘01: UDHF’ লেখা স্টিকার লাগিয়ে অনুশীলন করেছেন খাজা। ‘সব মানুষ মুক্ত ও স্বাধীন হিসেবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারেও তাঁরা সমান’ আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবেই ‘01: UDHF’ সংকেতটা ব্যবহৃত হয়।

তবে কী কারণ খাজাকে অনুমতি দেয়নি আইসিসি সেটিও অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন