আর্কাইভ থেকে আবহাওয়া

ঈদের দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

গেলো কয়েকদিন দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে, কমেছে তাপমাত্রা।

আজ রোববার (১ মে) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে কমে আসবে গরমের প্রভাব।

এছাড়া  আজ রোববার ( ১ মে )  সন্দীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা, ফরিদপুরেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ঢাকার চেয়ে ফরিদপুরে বেশি বৃষ্টিপাত হবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং ঢাকায় ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনাও আছে।

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন