আর্কাইভ থেকে দেশজুড়ে

শিকারির ফাঁদে বিলুপ্ত প্রজাতির ওয়েস্টার্ন সোয়াম্পেন

প্রায় বিলুপ্ত ওয়েস্টার্ন সোয়াম্পেন (কালিম) প্রজাতির পাখি ধরা পরেছে এক শিকারির হাতে। পরে ওই শিকারি পাখিটির পায়ে রশি দিয়ে বেধে রাখেন। পরে বিলুপ্ত ওই পাখির পায়ে রশি বেধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করছে ওই যুবক।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লিবিদ্যুৎ এলাকায় একটি জলাশয় থেকে পাখিটি শিকার করেন শরিফ মন্ডল নামে এক যুবক।

অভিযুক্ত শরিফ মন্ডল যুবক জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকার বাসিন্দা। তিনি কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইকো গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি বলে জানা গেছে।

জানা গেছে, ওয়েস্টার্ন সোয়াম্পেন নামে এই পাখিটি এক সময় দেশের জলাশয়গুলোতে অবাধ বিচরণ করতো। বাংলাদেশে এটি কালিম পাখি নামেও পরিচিত। তবে জলবায়ু পরিবর্তন ও নানামুখী কারণে নীল রঙের এই পাখিটি এখন প্রায় বিলুপ্তের পথে।

এ ব্যাপারে বন বিভাগের গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা মনিরুল করিম জানান, বন্য প্রাণী শিকার ও আটকে রাখা আইনগতভাবে অপরাধ। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন