আর্কাইভ থেকে বাংলাদেশ

দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আরও দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দাবি আদায়ে আগামী শুক্রবার ও শনিবার দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময়ে তিনি, গতকাল ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম ওরফে সোহেলসহ ১১ জনকে আটকের ঘটনার নিন্দা জানান। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে আটক ও গ্রেপ্তার চলছে বলেও অভিযোগ করেন রিজভী।

তিনি আরও বলেন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যেন মাস্তানের মতো কথা বলছেন। বিশেষ করে পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান যে ভাষায় কথা বলেন তা সম্পূর্ণ ছাত্রলীগের নেতাদের মতো।

উল্লেখ্য, বিএনপির তিন দিনের ঘোষিত কর্মসূচি  শেষ হচ্ছে বৃহস্পতিবার।

এ সম্পর্কিত আরও পড়ুন