আর্কাইভ থেকে বাংলাদেশ

বঙ্গবন্ধুর বায়োপিকে আরিফিন শুভ

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা‘মুজিব’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত হয়েছে। যেখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন, নুসরাত ইমরোজ তিশা। আর শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এছাড়া জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের চরিত্র রূপায়ন করেছেন চিত্র নায়ক রিয়াজ।

গেলো ১৭ মার্চ বঙ্গবন্ধুর বায়োপিকের পোস্টার উন্মোচন হয়। সেই পোস্টারে কারো চেহারা দেখানো হয়নি। যেটি ছিল বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা শুভ’র হাত। এবার প্রকাশ করা হলো  পূর্ণাঙ্গ পোস্টার। এই পোস্টারে দেখা গেলো বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ’র ছবিসহ হাত।

বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া নতুন পোস্টার প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেই পোস্টারে ছবির মুক্তির তারিখ হিসেবে উল্লেখ করা  হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাসের কথা।

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন