বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন
দ্বিতীয় টি ২০ ম্যাচেও টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে ঢুকেছেন শামীম পাটোয়ারী।
শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজকের ম্যাচ জিতলেই প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে টি২০ সিরিজ জিতবে বাংলাদেশ।
এদিকে প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন লিটন দাস। এরপরই তাকে দ্বিতীয় ম্যাচে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। প্রথম ম্যাচে ক্যাচ নেয়ার সময় ডান হাতে চোট পেয়েছিলেন সৌম্য। তবে তিনি সুস্থ আছেন।