বাধ্য হয়ে জন্মদিনে কঠিন সিদ্ধান্ত নিলেন সালমান
২৭ ডিসেম্বর ছিল সালমান খানের জন্মদিন। সামাজিকমাধ্যমের পাতা ভরে উঠেছিল শুভেচ্ছার বন্যায়। সহকর্মী থেকে ভক্তরা সবাই প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বছরই নিজের ফার্মহাউসে জন্মদিনের বিশেষ আয়োজন করেন নায়ক। কিন্তু এ বছর আর তেমনটা হলো না।
৫৮ বছরে পা রাখার সালমান ঘনিষ্ঠদের নিয়ে গ্যালাক্সিতেই জমিয়ে পার্টি করলেন ভাইজান। তবে এবারের পার্টিটা সারলেন কড়া নিরাপত্তায়। লরেন্স বিষ্ণোই গ্যাং বার বার প্রাণনাশের হুমকি দিয়েছে ভাইজানকে। মনে তার বড্ড ভয়। আর তাই তো সব সময় সালমানের সঙ্গে ওয়াই প্লাস নিরাপত্তা।
প্রতিবার ফার্ম হাউসে বার্থডে সেলিব্রেট করেন ভাইজান। তবে প্রাণনাশের হুমকির ভয়েই এবারের জন্মদিনটা নাকি নিজের বাড়িতেই করেছেন। সূত্রের খবর সালমান নাকি সিদ্ধান্ত নিয়েছেন, এবার থেকে যে কোনও উৎসবে বাড়িতেই থাকবেন। তবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ থাকবে সালমানের বাড়িতেও।
উল্লেখ্য, জন্মদিনের সন্ধ্যায় চিরাচরিত প্রথায় পরিবারের সদস্যদের নিয়ে গ্যালাক্সির বারান্দায় হাজির সালমান খান। সালাম, নমস্তে ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে ভালোবাসাও প্রকাশ করতে দেখা গেল ভাইজানকে। পাশেই দাঁড়িয়ে বাবা সেলিম খান। সলমনের পরনে ছিল ধূসর রঙের ক্যাজুয়াল টিশার্ট। হাত তুলে হাসিমুখেই অনুরাগীদের ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে বলিউড সুপারস্টারকে। উপস্থিত অনুরাগীদের তখন সে কী উল্লাস!
এই পার্টিতে উপস্থিত ছিলেন সালমানের ঘনিষ্ঠ কিছু বন্ধুরা। তার বান্দ্রার বাড়িতেই বসেছিল আসর। জন্মদিনের অনুষ্ঠানে অনেকেই আমন্ত্রণ পাননি। শুধু তাই নয়, বাড়ির বাইরে মিডিয়া এবং আলোকচিত্রীদের উপরও ছিল কড়া নিষেধাজ্ঞা। কারও ছবি তোলার অনুমতিও ছিল না।