আর্কাইভ থেকে আন্তর্জাতিক

বিদায়ী বছরে গোটা বিশ্ব মানবতা যন্ত্রণার মধ্যে রয়েছে : জাতিসংঘ মহাসচিব

বিদায়ী বছরে গোটা বিশ্ব মানবতা যন্ত্রণার মধ্যে রয়েছে। ক্রমবর্ধমান দারিদ্র্য ও ক্ষুধায় মানুষ পিষ্ট হচ্ছে, যুদ্ধ ও হিংস্রতা বাড়ছে এবং বিশ্বাসের অভাব দেখা দিয়েছে। ২০২৩ সালকে একটি প্রচণ্ড দুর্ভোগ, সহিংসতা এবং জলবায়ু বিশৃঙ্খলার বছর। বললেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নতুন বছরের জন্য একটি ভিডিও বার্তায় এ মন্তব্য করেন গুতেরেস।

তিনি বলেন, যখন আমরা একসাথে দাঁড়াই তখনই মানবতা সবচেয়ে শক্তিশালী হয়। ২০২৪ অবশ্যই বিশ্বাস পুনর্গঠন এবং আশা পুনরুদ্ধারের জন্য একটি বছর হতে হবে। বিভাজন পেরিয়ে একত্রিত হতে হবে।

তিনি আরও বলেন,  জাতিসংঘ শান্তি, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের জন্য সারা  বিশ্বকে একত্রিত করবে। আসুন আমরা ২০২৪ সালকে বিশ্বাস স্থাপনের একটি বছর হিসাবে গড়ে তোলার সংকল্প করি এবং আমরা একসাথে যা অর্জন করতে পারি সেগুলোর প্রত্যাশা করি।

প্রসঙ্গত, এসময়ে সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানান তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন