আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রচারণায় ভুল নির্বাচনী এলাকা দেয়ায় জরিমানা গুণলেন প্রার্থী

নির্বাচনী এলাকা ভুলভাবে প্রচার করায় এক সংসদ সদস্যকে জরিমানা করা হয়েছে। ওই প্রার্থী হচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম। তিনি নিজেই জানেন না তার নির্বাচনী আসনের সীমানার পরিধি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা নুরুল ইসলামকে জরিমানা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজ্জা। বিভ্রান্তকর তথ্য দেয়ায় তাকে এ আদেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত কছেন ফেনী জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।

জানা যায়, নির্বাচনী প্রচারণা আরো আগে থেকে শুরু হলেও ফেনী-২ আসনের মোমবাতি প্রতীকের প্রচারণা শুরু হয় শুক্রবার থেকে। শুক্রবার বিকেলে ফেনী শহরের বিভিন্ন স্থানে সবার নজরে আসে মোমবাতি প্রতীকের ব্যানার, পেস্টুন ও পোস্টার। ফেনী-২ আসনের নির্বাচনী এলাকা শুধুমাত্র ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত থাকলেও ওই প্রার্থী তার প্রচার সামগ্রীতে লিখেছেন ফেনী সদর ও সোনাগাজীর একাংশের প্রার্থী তিনি। বিষয়টা নজরে আসলে শহর জুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। এক পর্যায়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজ্জা পোস্টার, ব্যানার ও ফেস্টুনে বিভ্রান্তকর তথ্য দেয়ায় ফেনী-২ আসনের মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা নুরুল ইসলামকে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং একইসঙ্গে এ সকল পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রত্যাহারের আদেশ দেন।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ফেনী-২ আসনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম বলেন, এক সময়ে ফেনী-২ আসনের সঙ্গে সোনাগাজী উপজেলার একটি অংশ ছিল। সেই আলোকে প্রচার সামগ্রী তৈরী ও ব্যবহার করা আমার ভুল হয়ছে। ইতোমধ্যে মোমবাতি প্রতীকের এক হাজার পোস্টার, ৩০০ ফেস্টুন ও ১০টি ব্যানার ঝুলিয়েছি। এসব প্রচার সামগ্রীতে সোনাগাজীর একাংশ শব্দ দুটি কালি দিয়ে মুছে দিব।

এ সম্পর্কিত আরও পড়ুন