আর্কাইভ থেকে জাতীয়

এবারের নির্বাচন সার্বজনীন উৎসবমুখর হচ্ছে না: সিইসি

সরকার ক্ষমতায় থেকেও সুষ্ঠু নির্বাচন করতে পারে, এবার তা প্রমাণ করতে হবে। মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার সার্বিক পরিচালনায় আরও মনোযোগী হতে হবে। রাজনৈতিক দলের একটি অংশ নির্বাচন বর্জন করেছে, তাই আয়োজন ঘরে সার্বজনীন উৎসবমুখর এবার হচ্ছে না। আগেও এমন ঘটনা ঘটেছে।

সিইসি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করা বড় চ্যালেঞ্জ। কেননা ভোটাররা যদি দেখেন কেন্দ্রে কারচুপি হচ্ছে, তারা আর ভোটকেন্দ্রে যাবেন না। তাই সার্বিক পরিবেশ নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক অধিকারের মধ্যে কোনো একটা নির্বাচনের পক্ষে যেমন বলা যায়। সেই নির্বাচনের সমালোচনা করাও সম্ভব।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন