আর্কাইভ থেকে বাংলাদেশ

নারীদের আইপিএলে সালমা, মিলেছে ছাড়পত্র

ছেলেদের আইপিএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অনেক ক্রিকেটারই। এবারের চলমান আসরেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 

নারীদের আইপিএলেও এবার তাই হতে যাচ্ছে। টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে ডাক পেয়েছেন টাইগ্রেস অলরাউন্ডার সালমা খাতুন। বিসিবি থেকেও মিলেছে ছাড়পত্র। 

২০১৮ সালে শুরু হওয়া নারীদের আইপিএল খ্যাত উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জের চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে এবার। এই আসরে ট্রেইলব্লেজার্সের হয়ে খেলবেন সালমা। গতবারও এই দলটির প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এবার উচ্ছ্বাসের রাশ টেনে ২২ গজেই নিজেকে প্রমাণের  পাশাপাশি  তার আরেকটি লক্ষ্য হলো, ২২ গজে সালমা নিজেকে মেলে ধরার। তাতে বাংলাদেশের নারী ক্রিকেটারদের নিয়ে আরো আগ্রহী হবে অন্যরা। ভিনদেশিদের টুর্নামেন্টে খুলে যাবে টাইগ্রেসদের সম্ভাবনার দ্বারও।

আগামী ২৩ মে শুরু হবে নারীদের এবারের আইপিএল। ৬ দিনের এ লিগ শেষ হবে ২৮ মে। সব ম্যাচই হবে ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের ১৫ কিংবা ১৬ তারিখ দেশ ছাড়বেন সালমা।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন