এশিয়া

জাপানে ভূমিকম্পের জেরে সুনামি শুরু, জনগণকে সরার নির্দেশনা

জাপানে বিশাল মাত্রার ভূমিকম্পের জেরে সুনামি বা সামুদ্রিক জলোচ্ছ্বাস শুরু হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় মূল দ্বীপ হোনশু’র তোয়ামা জেলার প্রধান শহর তোয়ামা সিটিতে ইতোমধ্যে আঘাত হেনেছে সুনামির ঢেউ।

জাপানের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সুনামির ঢেউয়ের একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে।

সমুদ্র উপকূলবর্তী নীচু এলাকাগুলোতে বসবাসকারী জনগণকে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

প্রসঙ্গত, সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে জাপানের উত্তর-মধ্যাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ব্যাপক ভূমিকম্প হয়েছে।

এই ভূমিকম্পের পরপরই দেশটির আবহাওয়া দপ্তর ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামি সতর্কবার্তা জারি করে রেখেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন