দেশজুড়ে

পাবনায় ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

পাবনা শহরে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় মিছিল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে পাবনা শহরের দই বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, ছাত্রদল নেতা শামীম হাসান হৃদয়, সেতু ফকির, হাসিবুল হাসান রনি। বাকিদের তাৎক্ষণিক নাম জানা যায়নি।

আটকৃতরা হলো, জেলা ছাত্রদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহিল কাফি, সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক শেখ, পৌর ছাত্রদল নেতা শিমুল, মালঞ্চি ইউনিয়ন ছাত্রদল নেতা মো. মাহিন, গয়েশপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নাসিম। বাকিদের নাম জানা যায়নি।

পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে মিছিলটি শহরের ট্রাফিক মোড় থেকে বের হয় এরপর শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে ইন্দিরা মোড় দিয়ে দই বাজার মোড়ে পৌঁছায়। দই বাজার মোড়ে পৌঁছানোর পরেই পুলিশ বাধা দেয় একপর্যায়ে  লাঠিচার্জ করে পুলিশ এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। এসময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাবনা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়ের নেতৃত্বে দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেপ্তার, হামলা, গুম, খুন শারীরিক নির্যাতনের মাধ্যমে আত্মীয়-স্বজনদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে একটি প্রতিবাদ র‍্যালি বের করা হয়। এ সময় প্রতিবাদ র‍্যালিতে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদল নেতা আল আমিন পাপ্পু, আতিকুর রহমান মিঠু, শামীম হাসান হৃদয় প্রমুখ।

এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন, পাবনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মমতাজ উদ্দিন খান মমতাজ, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা আজাদুন্নবী কাজল, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাজ্জাতুল ইসলাম খান নাদিম, পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা সম্রাট ও পাবনা সদর পৌর বিএনপি নেতা হাসানুজ্জামান কান্নুসহ প্রমুখ।

এবিষয়ে পাবনা জেলা ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট বলেন, ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন শারীরিক নির্যাতনের মাধ্যমে আত্মীয়-স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের করি। আমাদের মিছিলটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু ‍পুলিশ পেছন থেকে আমাদের মিছিলে হামলা চালায়। এতে আমিসহ আমাদের অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছি। আটক করা হয়েছে অন্তত ১০ জনকে।

এ সম্পর্কিত আরও পড়ুন