টিকটক ভিডিও, বোনের গুলিতে বোনের মৃত্যু
টিকটক ভিডিও তৈরি করার সময় কথা কাটাকাটির একপর্যায়ে এক কিশোরীকে গুলি করে হত্যা করেছে তারই বোন। এ ঘটনায় ওই কিশোরীর বিরুদ্ধে এরই মধ্যে মামলা হয়েছে।
সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট জেলায় এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, টিকটকের জন্য ভিডিও বানানোর সময় দুই বোন সাবা আফজাল ও মারিয়া আফজালের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে ১৪ বছর বয়সি সাবা আফজাল তার বোনকে গুলি করে হত্যা করে।
সম্প্রতি টিকটককে বর্তমান যুগের সবচেয়ে বড় প্রলোভন আখ্যা দিয়ে ‘অবৈধ’ ও ‘হারাম’ বলে ফতোয়া দিয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির বিখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া।
এ সিদ্ধান্তের পেছনে ১০টি কারণ উল্লেখ করে ফতোয়াটি দিয়েছে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া। এর মধ্যে রয়েছে—এই অ্যাপে ছবি এবং ভিডিও প্রদর্শন করা হয়, যা ইসলামি শরিয়া অনুসারে নিষিদ্ধ।