হোটেল কক্ষের ছবি শেয়ার করলেন পরীমণি
ঢাকাইয়া সিনেমার বহুল আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবনাচরণ নিয়েও তিনি সামাজিক মাধ্যমে সরব। বিয়ের পর কোথায় যাচ্ছেন, কী করছেন- এসব ছবি শেয়ার করে ভক্তদের পাশে থাকেন পরী।
সম্প্রতি ইনস্টাগ্রাম-ফেসবুকে নায়িকা নিজেই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। হালকা লিপস্টিক, চোখে চশমা, পরনে সবুজ গাউন। তার মাতৃত্বকালীন ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা।
স্বামী রাজকে নিয়ে পরী এখন কক্সবাজারে আছেন। সেখানকার আনন্দের ভাগ শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। নিজেদের হোটেল বেডরুমের ছবি, সৈকতের ছবি সবই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন রাজ-পরী।
হোটেল বেডরুমের ছবির ক্যাপশনে পরী লিছেছেন- যখন প্রেম পাগলামি হয় না, তখন প্রেম হয় না...
সৈকতে সূর্যাস্তের ছবির ক্যাপশনে রাজ লিখেছেন- সে এখনও সূর্যাস্ত দেখতে পায়✌️এরকম কিছু মুহূর্ত যা আমাকে অভ্যন্তরীণ শান্তি দেয়।