বিজয়ের মাসে রেমিট্যান্সের পালে হাওয়া
বিজয়ের মাস ডিসেম্বরে ইতিবাচক ছিল রেমিট্যান্স প্রবাহ। ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজারের রেমিট্যান্স বা প্রায় ২২ হাজার কোটি টাকার প্রবাসী আয় এসেছে দেশে। যা গেলো নভেম্বর মাসের চেয়ে প্রায় ৬ কোটি ডলার বেশি।
জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ বিষয়ে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) মাধ্যমে এসেছে ৬ কোটি ৬২ লাখ ৩০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৮০ হাজার ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়, এসময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮টি। এর মধ্যে রয়েছে- রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
প্রসঙ্গত, ২০২০ সালে হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স এসেছিল।