আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকায় শ্রীলঙ্কা, জরুরী বৈঠকে পাপন

সব ধরনের শঙ্কা পাশ কাটিকে অবশেষে বাংলাদেশে শ্রীলঙ্কা ক্রিকেট দল। যদিও প্রথম বহরে ঢাকায় পা রাখেন আটজন ক্রিকেটার। কথা ছিলো রোববার (৮ মে) সকাল সাড়ে ১১টায় ঢাকায় আসার। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে লঙ্কানদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুপুর সাড়ে ১২টায়। বাকিদের নিয়ে বিকেল তিনটায় ঢাকায় এসেছে দ্বিতীয় ও শেষ বহর। 

লঙ্কানরা ঢাকার মাটিতে পা রাখার পরপরই জাতীয় দলের কোচদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। মূল ইস্যু, দলের পারফম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কোচদের সঙ্গে আলোচনা করার কথা তার। 

গতকাল (শনিবার) নিজ নিজ দেশ থেকে ফিরে এই হোটেলে আগে থেকে অবস্থান করছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

২০০১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে প্রথম ১২ ম্যাচের সবগুলোতেই জিতেছিলো শ্রীলঙ্কা। এরপর ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচে বাংলাদেশ হারে পাঁচটিতে, একটি জয় পায় ও ড্র করে চারটিতে। জয়টি ছিল ২০১৭ সালে।

বাংলাদেশ দল : 
 
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা দল : 
দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।

করোনা টেস্টের পর একদিনের অনুশীলন করবে সফরকারীরা। এরপর ১০ ও ১১ মে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেল3বে শ্রীলঙ্কা। এরপর চট্টগ্রামে যাবে দলটি। সেখানে ১৫ মে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। আগামী ২৩ মে থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন