আন্তর্জাতিক

দুই উড়োজাহাজের সংঘর্ষ : জাপান কোস্টগার্ডের ৫ সদস্য নিহত

রানওয়েতে জাপান এয়ালাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ এবং জাপান কোস্টগার্ডের উড়োজাহাজের মধ্যে সংঘর্ষে, জাপান কোস্টগার্ড বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী উড়োজাহাজের ৩৭৯ জন যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় টোকিও এর হানেদা বিমানবন্দরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে টোকিও  পুলিশ ।

জাপান কোস্টগার্ড কতৃপক্ষ জানায়, তাদের উড়োজাহাজে বাহিনীটির ৬ জন সদস্য ছিল ।এটি ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে অংশ নেয়ার জন্য নিগাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

টোকিও পুলিশ জানিয়েছে, কোস্টগার্ডের উড়োজাহাজের পাইলটকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন