ক্রিকেট

আইপিএল খেলতে না পারার হতাশা তাসকিনের

ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বসেরা ক্রিকেটাররাই কেবল এখানে খেলার সুযোগ পেয়ে থাকেন। কিন্তু ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি মাতানোর সুযোগ পেয়েও খেলা হয়নি টাইগার পেসার তাসকিন আহমেদের।

জাতীয় দলের ব্যস্ত সূচি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র না পাওয়ায় আইপিএলে যাওয়া হয়নি তাসকিনের।  বারবার সুযোগ পেয়েও খেলতে না পারায় কিছুটা হতাশ তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) মিরপুরে আইপিএল প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আসলে এ নিয়ে তিনবার আইপিএলে খেলার সুযোগ এলো, এবারও মিস হলো। একটু খারাপ লাগে। কারণ, খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে থাকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’

তাসকিন আরও বলেন, ‘সুযোগ আসলেও বোর্ড বিভিন্ন কারণে ছাড়পত্র দিতে চায় না। খেলাও থাকে, ফিটনেস ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না, এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন