খাজার সাহসিকতার প্রশংসা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে জুতায় ইসরায়েলি আগ্রাসনে বিপক্ষে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্লোগান লিখে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। ‘রাজনৈতিক’ কারণ দেখিয়ে অজি ওপেনারকে অনুমতি দেয়নি আইসিসি।
এরপর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে খাজা নিজের ব্যাটে ও জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন। তবে বক্সিং ডে টেস্টেও খাজাকে এই অনুমতি দেয়নি আইসিসি।
তবে আইসিসি থেকে অনুমতি না পেলেও প্রথম টেস্টটা কালো বাহুবন্ধনী পরে খেলা খাজা দ্বিতীয় টেস্টে জুতায় নিজের দুই মেয়ের নাম লিখে খেলতে নেমে অন্য রকমভাবেই প্রতিবাদ জানিয়েছিলেন।
আর অজি তারকার এমন কর্মকাণ্ডে প্রশংসা করেছেন স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। যুদ্ধে নৃশংসতার শিকারদের পাশে দাঁড়ানোয় খাজার সাহসের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী।
সোমবার সিডনির কিরিবিলি হাউজে নববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের টেস্ট দলকে সংবর্ধনা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘মানবাধিকারের পক্ষে দাঁড়িয়ে সে (খাজা) যে সাহসের পরিচয় দিয়েছে, আমি তাকে অভিনন্দন জানাতে চাই। সে সাহস দেখিয়েছে, আর পুরো দলও যে তাকে সমর্থন দিয়ে গেছে, সেটিও দারুণ ব্যাপার ছিল।’