আর্কাইভ থেকে বিএনপি

ওবায়দুল কাদেরের কথায় ‘কৌতুক বোধ’ করেন ফখরুল

৭ই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি ইতিহাস, একে অস্বীকার করার সুযোগ নাই তবে দলকানা হলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । 

শনিবার (১৩ মার্চ) স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ড্যাবের রক্তদান কর্মসূচীতে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এক ভাষণেই দেশের স্বাধীনতা আসে নাই এর পেছনে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। বিএনপির সমালোচনা করার আগে নিজের ঘর সামলানোর পরামর্শ দিয়েছে ওবায়দুল কাদেরকে। 

আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ওবায়দুল কাদের বিএনপির আন্দোলন সম্পর্কে কটাক্ষ করেছেন উল্লেখ করে তিরি বলেন, প্রত্যেক দিন তিনি বিএনপিকে নিয়ে কথা বলেন। আর বলেন যে, বিএনপি নাই। বিএনপি নাই, তাহলে প্রত্যেকদিন কেন বিএনপিকে নিয়ে কথা বলেন? এজন্য বলেন, কারণ বিএনপি আছে, খুব ভালো করেই আছে এবং আপনাদের ওপর চড়াও হয়ে বসে আছে বলেই বিএনপিকে নিয়ে কথা বলেন।

তিনি আরও বলেন, লুটের বখরা নিয়ে মারামারি করে আওয়ামীলীগ । ওবায়দুল কাদেরের ভাই হওয়ায় কোম্পানীগঞ্জে কাদের মির্জা বিরুদ্ধে মামলা নেয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

রাইদুল শুভ  

এ সম্পর্কিত আরও পড়ুন