আওয়ামী লীগ

৫ জানুয়ারি বৈঠকে বসছে আওয়ামী লীগ-কমনওয়েলথ প্রতিনিধি: কাদের

নির্বাচনে ১১ দেশের ৮০ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ৫ জানুয়ারি কমনওয়েলথের প্রতিনিধিদের সাথে আওয়ামী লীগের প্রতিনিধিদল বৈঠক করবে। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৩ জানুয়ারি) ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী দায়িত্ব পালন করছেন। আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে কমিশন। সেখানে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আমরা যেকোনো অবস্থায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।

তিনি আরও বলেন, বিএনপি ব্যর্থতার চোরা বালিতে আটকে গেছে। এখান থেকে তারা বের হতে পারছে না। তাদের নাশকতার কর্মসূচি জনগণ অগ্রাহ্য করেছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ৪ তারিখ লিফলেট বিতরণের পর বিএনপি খারাপ কিছু করতে পারে, তাই সতর্ক অবস্থানে আছে আওয়ামী লীগ। নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন