আর্কাইভ থেকে বাংলাদেশ

যাত্রাবাড়ীতে তেল নিয়ে কারসাজি করায় জরিমানা

ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট ও বেশি দামে তেল বিক্রির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব।

আজ সোমবার (৯ মে) সকাল থেকে এ অভিযান শুরু হয়। এখন পর্যন্ত একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে বোতলের গায়ে লেখা মূল্যে তেল বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, চট্টগ্রামের পাহাড়তলী বাজারে একটি গুদাম থেকে প্রায় ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (৯ মে) সকালে পাহাড়তলী বাজারের মেরাজ স্টোরের গুদাম থেকে এ তেল জব্দ করা হয়।

এদিকে ভোক্তাদের জিম্মি করে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেশ কিছু বেসরকারি সংগঠন।

এ সম্পর্কিত আরও পড়ুন