আবহাওয়া

৮ এর ঘরে তাপমাত্রা, মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

হিমশীতল বাতাস ও তীব্র শীতে পঞ্চগড় জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে বেশ কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। যার ফলে কমে গেছে জেলার তাপমাত্রা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের মানুষগুলো। তবে গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা কুড়িগ্রামে কিছুটা কমেছে।

আজ সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ।

ঠাণ্ডার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে শ্রমজীবি, ছিন্নমূল ও অতি দরিদ্র মানুষজন। এ ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছে শিশু ও বয়স্করা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই জানুয়ারি মাসে ১-২টি শৈত্য প্রবাহের সম্ভবনা রয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, এই শীত ও কুয়াশায় শীতকালীন বিভিন্ন প্রকার শাক সবজির ক্ষতি হওয়ার মতো আশঙ্কা নেই। যদি তীব্র শৈত্য প্রবাহ কয়েকদিন স্থানীয় ফসলের ক্ষতি হতে পারে। সেই সময় কি করতে হবে এ বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়া আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন