আন্তর্জাতিক

প্রার্থিতা ফিরে পেতে ইমরান খানের আপিল, শুনানি আজ

প্রার্থিতা ফিরে পেতে আদালতে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (৩ জানুয়ারি) করা আপিলের ওপর আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এনএ-১২২ (লাহোর) এবং এনএ-৮৯ (মিয়ানওয়ালি) থেকে তার মনোনয়নপত্র প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন। পরে গতকাল নির্বাচনি ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পাকিস্তানি সংবাদ সংস্থা ডন-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার অ্যাডভোকেট উজাইর ভান্ডারির মাধ্যমে দায়ের করা আপিলে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাবি করেছেন, এনএ-১২২ এর রিটার্নিং অফিসার (আরও) বেআইনিভাবে এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে মনোনয়নপত্র খারিজ করেছেন।

তোশাখান মামলায় সাজা হওয়ায় ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। তবে আপিলে দাবি করা হয়েছে যে, এ বিষয়ে ভুল করছে ইসিপি।

আপিলে যুক্তি তুলে ধরে বলা হয়, ইসিপি কোনো আদালত নয় এবং তাই তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়া সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের অধীনে অযোগ্যতা বলে গণ্য হয় না। এতে আরও বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট ইতোমধ্যেই আপিলকারীর সাজা স্থগিত করেছে।

অপরদিকে রাওয়ালপিন্ডি ট্রাইব্যুনালেও আপিল করেছেন ইমরান খান। বৃহস্পতিবার আপিলের শুনানি হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ডন।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসিপি।

এ সম্পর্কিত আরও পড়ুন