ম্যারাডোনাকে কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি দিলো আদালত
দীর্ঘ ৩০ বছর ধরে মামলা লড়ার পর অবশেষে কর ফাঁকি মামলা থেকে আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে মুক্তি দিলো ইতালির সর্বোচ্চ আদালত। তিন বছর আগেই মারা যাওয়া এই মহাতারকা ইতালির রাজস্ব কর্তৃপক্ষের সঙ্গে এই লড়াই শেষে জয়ী হলেন।
ম্যারাডোনার অভিযোগ ছিল, তিনি লিখটেনস্টাইনের প্রক্সি কোম্পানি ব্যবহার করে ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত তখনকার ক্লাব নাপোলি থেকে পাওয়া ইমেজ স্বত্বের কর ফাঁকি দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত এ অভিযোগ প্রমাণিত হয়নি।
ম্যারাডোনার অন্য রকম এ জয় নিয়ে তাঁর আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটা শেষ হলো। আমি স্পষ্টভাবে নির্ভয়ে বলতে পারি যে ম্যারাডোনা কখনোই কর ফাঁকি দেননি।’