দেশজুড়ে

শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি প্রতিবাদে যুবলীগের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তিমুলক বক্তব্য প্রদান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা যুবলীগ।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান খন্দকার চাঁদ। এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অপর দুই যুগ্ম সম্পাদক রেদওয়ানুল হক দুলাল ও মমিনুর রহমান মুমিন।

বক্তারা বলেন, গেলো ৪ ডিসেম্বর কুড়িগ্রাম-২ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী পনির উদ্দিন আহমেদ সদর উপজেলার হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অসৌজন্যমুলক কথাবার্তা বলেন। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে হেনস্তা করা হয়েছে। এই বক্তব্য আগামি ৩৬ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে জনসমাবেশসহ আইনী ব্যবস্থা নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষনা করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪১ সেকেন্ডের বক্তব্যে এমপি পনির উদ্দিন আহমেদকে বলতে শোনা যায়, আপনারা পাঁচ বছর পর আমাকে ভোট দেন নাই? পাঁচ বছর ফির আচ্ছি। কাইও কয় পাঁচ বছর কডে ছিলেন? কাইও কয় এডা কি কললেন, কাইও কয় ওডা কি কললেন। কাইও কয় আমার বলে উন্নয়ন নাই। তা কার উন্নয়ন আছে? ওমরা কয় শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনা কি এমপি এডায়। এটে কি শেখ হাসিনা এমপি? এখানে কে এমপি? জাতীয় পার্টির এমপি পনির উদ্দিন আহমেদ এমপি। শেখ হাসিনা কি বাপ জোয়াতির টাকা দিয়া উন্নয়ন করছে?

এ সম্পর্কিত আরও পড়ুন