আর্কাইভ থেকে বাংলাদেশ

‘শেখ হাসিনা -পদ্মা সেতু’ নামকরণের প্রস্তাব ওবায়দুল কাদেরের

উদ্বোধনের আগেই পদ্মা সেতুটি ‘শেখ হাসিনা -পদ্মা সেতু’ নামকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেয়া হবে। তিনি সম্মতি দিলে এ নামে সেতুটির উদ্বোধন করা হবে। জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (১১ মে) রাজধানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, চলতি বছরের জুন মাসের শেষের দিকে পদ্মা সেতু উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। এর আগে পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রীর নামে নামকরণ করার জন্য প্রস্তাব দেয়া হবে। 

তিনি বলেন, সেতুটি উদ্বোধনের তারিখ নিয়ে ধোঁয়াশার কারণ নেই। সামান্য কিছু কাজ বাকি আছে, যা মে মাসে শেষ হবে। প্রধানমন্ত্রী সময় দিলে জুনের শেষেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।

এসময় ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৮ শতাংশ। নদীশাসন কাজের অগ্রগতি ৯২ শতাংশ এবং সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি ৯১ শতাংশ। এ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৩ দশমিক ৫০ শতাংশ।

সেতুমন্ত্রী আরও বলেন চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৫ শতাংশ।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন