দেশজুড়ে

প্রার্থী হয়েও ভোট দিতে পারছেনা ডলি সয়ন্তনী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর - বেড়া ) আংশিক আসনে বিএনএম মনোনীত প্রার্থী সংগীত শিল্পী ডলি সায়ন্তনী প্রার্থী হয়েও নিজ নির্বাচনী আসনে ভোট দিতে পারছেন না।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে নির্বাচনের মাঠে রয়েছেন অনেক আলোচিত ও তারকা প্রার্থী। তার মধ্যে পাবনা-২ আসনে নির্বাচন করছেন নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি। নির্বাচনী প্রচারণায় ভোটারদের বিভিন্ন  ধরনের গান শুনিয়ে আলোচনায় ছিলেন ডলি সায়ন্তনী, কিন্তু হঠাৎ করেই ভোটের আগের দিন জানা গেল, ভোট দিতে পারবেন না এই কণ্ঠশিল্পী। ঢাকার ভোটার হওয়ার কারণে নিজের সংসদীয় আসনে তিনি ভোট দিতে পারছেন না বলে জানা গেছে।

ডলি সায়ন্তনী তিনি  বলেন, ঢাকার ভোটার হওয়ার কারণে আমি ভোট দিতে পারছি না। তবে ভোট কেন্দ্রে  উপস্থিত থাকবো আমার ভক্তদের এবং সমর্থকদের ভোট কেন্দ্রে গিয়ে উজ্জীবিত করব।

এ সম্পর্কিত আরও পড়ুন