আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারত ছাড়ার অনুমতি চেয়ে আদালতে জ্যাকলিন

বলিউডে কাজের সূত্রে বহুদিন ধরে ভারতে রয়েছেন শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। তবে কয়েক মাস ধরে তার এই দেশটির বাইরে যাওয়ার অনুমতি নেই। কারণ, ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় ফেঁসেছেন তিনি। তাই তো ভারতের বাইরে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন জ্যাকলিন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আইফা অ্যাওয়ার্ড উপলক্ষে আবু ধাবি যাবেন জ্যাকলিন ফার্নান্দেজ। সঙ্গে ফ্রান্স ও নেপাল যাওয়ার কথাও রয়েছে তার। কিন্তু আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না। আর তাই দিল্লি আদালতে ১৫ দিন দেশের বাইরে থাকার অনুমতি চেয়েছেন এই অভিনেত্রী।

এর আগে গত বছর দুবাই যাওয়ার পথে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় জ্যাকলিনকে। সে সময় তার নামে লুক আউট নোটিশ জারি করেছিল ইডি। সুকেশের সঙ্গে তার কী সম্পর্ক, কী কী উপহার নিয়েছেন- এরকম বেশ কিছু অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে নায়িকাকে।

সম্প্রতি ইডিকে জ্যাকলিন জানিয়েছেন, সুকেশের কাকার শ্রাদ্ধে প্রথম দেখা হয় তাদের। সে সময় বন্ধুর পাঠানো প্রাইভেট জেটে করে চেন্নাই গিয়েছিলেন নায়িকা। এরপর ব্যক্তিগত দরকারে সুকেশের পাঠানো জেট, হেলিকপ্টারে করে কেরালা ঘুরতে যান তিনি।

উপহারের প্রসঙ্গে জ্যাকলিন জানিয়েছেন, সুকেশের কাছ থেকে গুচি আর শ্যানেলের থেকে তিনটি ডিজাইনার ব্যাগ, গুচির দুটো পোশাক, লুই ভিত্যোঁ-র জুতো আর দুটো হিরের কানের দুল নিয়েছেন তিনি। এছাড়াও সুকেশ একটি মিনি কুপারও পাঠিয়েছিলেন জ্যাকলিনকে, যা তিনি ফেরত দিয়েছেন।

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন