দেশজুড়ে

নরসিংদী-৩ আসনে দুই কেন্দ্রের ভোট বাতিল

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ব্যালট পেপার ছিনতাই, প্রিজাইডিং কর্মকর্তাকে মারধর, কেন্দ্র ভাঙচুরের অভিযোগে দুইটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এ দুটি কেন্দ্রে প্রায় ১৫০০ এর বেশি জাল ভোট প্রদান করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১ টার দিকে কেন্দ্র দুইটির ভোটগ্রহণ বাতিল ঘোষণা করা হয়। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম নিশ্চিত করেছেন।

কেন্দ্রগুলো হলো, শিবপুর উপজেলার দুলালপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও ভিটি চিনাদি সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায় নি।

স্থানীয়রা বলছে, কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধর, ব্যালট পেপার ছিনতাই করে জোর পূর্বক নৌকা প্রার্থী ফজলে রাব্বি খান ও তার লোকজন সিল মারা শুরু করেন। প্রিজাইডিং অফিসার রেজাউল হাসান বাধা দেয়ায় তাকে মারধর করা হয়। এ সময় ৫-৬ টি হাত বোমা ছুড়া হয়। পরে, স্বতন্ত্র প্রার্থীর লোকজনের ঘটনা স্থলে বাধাঁ দিলে ধাওয়া ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পরে, রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম ও জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনা স্থলে আসেন এবং কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করেন।

তবে, নৌকার প্রার্থী ফজলে রাব্বি খান অনিয়মের কথা অস্বীকার করে বলেন, "আমার গাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন হামলা করেছে, আমরা এ ঘটনায় জড়িত নয়।"

সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ মোহাম্মদ সজীব বলেন, "প্রিজাইডিং অফিসারকে মারধর, ব্যালট পেপার ছিনতাই করেছে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার লোকজন। তাই এ দুটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এ ঘটনায় ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।"

রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, "দুটি কেন্দ্রে জোরপূর্বক ভোট মারা, প্রিজাইডিং অফিসারকে মারধরসহ নানা অনিয়মের দায়ে ভোট বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থীর লোকজন উভয়েই অনিয়মের সাথে জড়িয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"

এ সম্পর্কিত আরও পড়ুন