আর্কাইভ থেকে বাংলাদেশ

শুক্রবার থেকে বাজারে থাকছে রাজশাহীর আম

আমের শহরখ্যাত রাজশাহী নগরীতে আম নামানোর সময়সূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ মে) থেকে শুরু হয়ে মৌসুম চলবে ২০ আগস্ট পর্যন্ত। জানিয়েছেন জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১২ মে) বিকেল ৩টায় জেলা প্রশাসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আম নামানোর তারিখ ঘোষণা করা হয়।

রাজশাহীতে চলতি মৌসুমে আমে আমে ছেয়ে গেছে বাগানগুলো। আমের এ শহরে এরই মধ্যে গাছ থেকে আম নামানোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ মে গুটিআম, ২০ মে গোপালভোগ, ২৫ মে লক্ষণভোগ, ২৫ মে রানিপছন্দ, ২৮ মে খিরসাপাত/হিমসাগর, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গোলমতী এবং ২০ আগস্ট থেকে ইলমতি নামানো হবে।

জেলা প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের আগে কেউ আম নামিয়ে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহীর আম উত্তরাঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। দেশের মানুষও মুখিয়ে থাকে রাজশাহীর আমের স্বাদ নিতে। তাই সুমিষ্ট এসব আম বাজারে নামার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন