দেশজুড়ে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বেকারত্ব দূর করা হবে সরকারের মূল লক্ষ্য

নতুন সরকারের মূল লক্ষ্য হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা। বললেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনে সদ্য জয়ী সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকার  নির্বাচন পরবর্তী সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন,   শিল্প কল-কারখানা স্থাপন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানোর মধ্যদিয়ে গ্রামে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুযায়ী গ্রামাঞ্চলে সব সুযোগ সুবিধা বাড়াতে বেশি নজর দেবে সরকার। যাতে মানুষ উন্নত জীবন-যাপন করতে পারে।

এসময়ে  নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য।

প্রসঙ্গত, সৌজন্য সাক্ষাতের সময় খাদ্যমন্ত্রীর সাথে জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন