ঢাকা-৪ এ গেজেট প্রকাশ স্থগিত করতে হাইকোর্টের নির্দেশ
সদ্য সমাপ্ত ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই আসনে নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানমের করা রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অনিয়মের অভিযোগে এই আসনের ১৮ টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ চেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে নৌকার প্রার্থী সানজিদা খানমকে হারিয়ে জয় পেয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী আওলাদ হোসেন। আওলাদ হোসেন পেয়েছেন ২৪ হাজার ৭৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা ২২ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।
সূত্রাপুর (ডিএসসিসি ওয়ার্ড ৪৭), ডেমরা (ডিএসসিসি ওয়ার্ড ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯) উপজেলা নিয়ে গঠিত ঢাকা-৪ আসন।