দেশজুড়ে

পাবনায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

গরিব অসহায় শীতার্তদের মাঝে পাবনায় সেনাবাহিনীর কম্বল বিতরণ। পাবনা জেলায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ করেছেন।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেলে ১১ আর্টিলারি ব্রিগেডের অধীনে ৬ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ১১ স্বয়ংচালিত রেজিমেন্ট আর্টিলারি পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-কোষাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সিরাজগঞ্জের সাগরগঞ্জ উপজেলার খোশবাড়ী আশ্রয়ণ প্রকল্পের অধীনে ৮০০টি কম্বল বিতরণ করা হয়।

সেনা প্রধানের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা প্রচারাভিযানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এ উপলক্ষে পাবনা জেলার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল সুফি আতাউর রহমান, এনডিসি, পিএসসি, কমান্ডার ১১ আর্টিলারি ব্রিগেড।

এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেন, পিএসসি, জি, ক্যাপ্টেন ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এছাড়াও লেফটেন্যান্ট কর্নেল মোক্তাদির রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পিএসসি, জি, ক্যাপ্টেন ১১ সেলফ প্রুফ রেজিমেন্ট আর্টিলারির উপস্থিতিতে পাবনা ও সিরাজগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেনাবাহিনীর এমন মানবিক কর্মকান্ডে স্থানীয় জনগণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন