আন্তর্জাতিক

ইকুয়েডরে টিভি লাইভে বন্দুকধারীর হামলা

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে স্টুডিওতে কয়েকজন বন্দুকধারী ঢুকে পড়েন। সেখান থেকে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করেন ও নিরাপত্তারক্ষীসহ স্টুডিওতে উপস্থিত সবাইকে হত্যার হুমকি দেন।

বুধবার (১০ জানুয়ারি) এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, দেশটির গুয়াইকিল শহরে টিসি নামের একটি টেলিভিশন স্টেশনে মঙ্গলবার (৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এক দুর্ধর্ষ অপরাধী কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ৬০ দিনের জরুরি অবস্থা জারির পরদিন এমন ঘটনা ঘটল।

তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ওই সময় বন্দুকধারীরা সংবাদকর্মীদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করেন। একজনকে চিৎকার করতে শোনা যায়, ‘গুলি করো না, দয়া করে আমাদের গুলি করো না।’ তখনও লাইভ সম্প্রচার অব্যাহত ছিল।

প্রায় আধঘণ্টা বিশৃঙ্খলার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের স্টুডিওতে প্রবেশ করতে দেখা যায়।

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এ গোষ্ঠীগুলোকে প্রতিরোধ করতে আমি সশস্ত্র বাহিনীকে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছি।’

দেশটির দুর্ধর্ষ মাদক চক্র লস ক্রোনেরসের হোতা হোসে অ্যাডলফো মাসিয়াস রোববার (৭ জানুয়ারি) কারাগার থেকে পালিয়ে যান। একাধিক অপরাধের দায়ে ৪৪ বছর বয়সী মাসিয়াসের ৩৪ বছরের কারাদণ্ড হয়েছে।

পরদিন মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে ৬০ দিনের জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন