রাজনৈতিক কর্মসূচী স্বাগত জানাবে সরকার: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে কোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচী করলে স্বাগত জানাবে সরকার। তবে আন্দোলনের নামে যদি আবারও বিএনপি যদি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় তাহলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
রোববার ( ১৫ মে) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এমন হুশিয়ারি দেন তিনি।
এসময় ওবায়দুল কাদের আরো বলেন, যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই।