চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশের সামনে বাঁধা হয়েছিলেন ম্যাথিউস
সাগরিকার উইকেটে রান হয় বেশি। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ৯০ ওভার বোলিং করলো বাংলাদেশ। প্রতিপক্ষের রান হলো ২৫৮। উইকেট খুইয়েছে ৪টি। তাতে কি প্রথম দিনহটা স্বাগতিকদের বলা যায়?
প্রশ্ন থেকেই যায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। টস হারে কিছুটা মন খারাপ করেছিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
সেখানে আনন্দ দেনে অফস্পিনার নাঈম হাসান। শ্রীলঙ্কা শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন তিনি। পরের সেশনটায় আধিপত্য করে লঙ্কানরা। তাতে বাংলাদেশ সেশনটা শেষ করেছিলো অস্বস্তি নিয়ে। প্রথম দিনের বিকেলের সেশনের শুরুর দিকেই ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট তুলে নিয়ে সে অস্বস্তিটা দূর করলেন সাকিব আল হাসান।
আগের ওভারেই তাইজুল ইসলামের বলে স্লিপে ক্যাচ উঠেছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের। তবে স্লিপে সে বলটা তালুবন্দি করা হয়নি। এর ঠিক পরের ওভারে শরিফুল ইসলামকে সরিয়ে আক্রমণে সাকিবকে আনেন অধিনায়ক মুমিনুল। অধিনায়কের আস্থার প্রতিদানটা দিতে সাকিব সময় নিলেন মাত্র দুই বল।
প্রথম বলটা মিডল স্টাম্পে লেন্থে করেছিলেন সাকিব, সেই বলটা মিড উইকেটে পাঠিয়ে দুই রান তুলে নিয়েছিলেন ধনাঞ্জয়া। পরের বলটাও করলেন একই লাইনে, একই লেন্থে, তবে গতির হেরফের হলো এবার। তাতেই খানিকটা দ্বিধা নিয়ে বলটা ডিফেন্ড করার সিদ্ধান্ত নেন ধনাঞ্জয়া।
একপ্রান্তে ব্যতিক্রম ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ক্যারিয়ারের দ্বাদশ শতক হাঁকান তিনি। তার শতকে ২৫৮ রান তোলে প্রথম দিনের খেলা শেষ করে লঙ্কানরা। ২১৩ বলে ১১৪ রানের হার না মানা ইনিংস খেলেন ম্যাথিউস। দিনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ৩৪ রান করে।
দুই পেসার আর তিন স্পিনার নিয়ে একাদশ সাজান কোচ রাসেল ডোমিঙ্গো। সেখানে টস হার। কিছুটা চাপ আছে। কারণ, টেস্টের তৃতীয় ইনিংসে আবারো বোলিং করতে হবে বাংলাদেশকে। বর্তমান আবহাওয়া আর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে কতোটা সময় ব্যাটিং করবে তার ওপরে নির্ভর করবে বোলাদের বিশ্রামের বিষয়টি। তাই প্রশ্ন থেকেই যায়!
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ হোসেন ।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওসাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোসান ডিকভেলা, রমেশ মেন্ডিস, লাসিথ এমবুলদেনিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।
হাসিব মোহাম্মদ