প্রভাবশালী সাবেক মন্ত্রী এখন স্টেশনে অপেক্ষারত ট্রেনের জন্য!
এক বয়স্ক ব্যক্তি পরিবার নিয়ে স্টেশনে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। আপাতদৃষ্টিতে এই ছবিতে অস্বাভাবিক কিছু নেই। অবাক হওয়ার মতো বিষয়ও অনুপস্থিত। কিন্তু অপেক্ষারত ব্যক্তি যদি হন সাবেক মন্ত্রী এবং পারিবারিক ভাবে তিনি যদি কোনও বিখ্যাত রাজপরিবারের অংশ হন, তা হলে বিস্মিত হতে হয় বৈকি। অপেক্ষমান বয়স্ক যাত্রীটির নাম অশোক গজপতি রাজু। মোদি সরকারের প্রথম দফায় (২০১৪-২০১৮) বিজয়নগরম রাজপরিবারের এই সন্তানই সামলেছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব।
একটা সময় ছিল যখন, রাজনীতির আঙিনায় এতো টাকা আসেনি। রাজনীতিবিদদেরও আর পাঁচটা সাধারণ মানুষের মতোই লাগত। ব্যতিক্রম সেই সময়ও যেমন ছিল, এখনও আছে। কিন্তু পার্থক্য হলো, সে আমলে ব্যতিক্রমী ছিলেন সেই নেতারা, যারা আর পাঁচ জন সাধারণ মানুষের সঙ্গে মিশলেও নিজের পদের ভার ত্যাগ করতে পারতেন না। মাথায় সমান সমান হলেও পদের গরিমা সর্বদাই জ্বলজ্বল করে জ্বলে বুঝিয়ে দিত, তিনি আলাদা! আর এই আমলে তা সম্পূর্ণ উল্টে গেছে। ইদানীং, নেতা, মন্ত্রী মানেই যেন সাধারণের চেয়ে আলাদা। আর যাঁকে সাধারণের সঙ্গে তফাত করতে পারবেন না, তিনিই আজ ব্যতিক্রম। যেমন, তেলগু দেশম পার্টির বর্ষীয়ান নেতা অশোক। মোদি সরকার ২০১৪ সালে যখন ক্ষমতায় আসে তখন সেই মেয়াদের সিংহভাগ সময় তিনিই ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি বিখ্যাত বিজয়নগরম রাজপরিবারের সদস্য। একে তো সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, দ্বিতীয়ত, রাজপরিবারের পরিচয়, এই দু’য়ে মিলে অশোক যে ব্যতিক্রম হবেন, তা কে-ই বা বুঝতে পেরেছিল।
একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যদের নিয়ে হায়দরাবাদ স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে রয়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে তাকে দেখা যাচ্ছে নীল রঙের একটি জ্যাকেট পরে প্রতিটি স্টেশনে থামের চারপাশে যে সিমেন্টের বেদি থাকে সেখানে বসে থাকতে। পাশে ছোট্ট একটি ছেলে। সম্ভবত, গজপতির নাতি। আর এক প্রৌঢ়াকেও দেখা যাচ্ছে। তিনি সম্ভবত গজপতির স্ত্রী। তাদের প্রত্যেককেই দেখা যাচ্ছে, অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে স্টেশনে ট্রেনের অপেক্ষা করতে। এই প্রসঙ্গেই সমাজমাধ্যমে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন বর্তমান অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর কথা। তিনি জ্যোতিরাদিত্য শিন্ডে। যিনি রাজনীতির আঙিনায় ‘মহারাজা’ নামে সমধিক পরিচিত। শোনা যায়, তার মেজাজও নাকি সেই নামের সঙ্গে মানানসই।