আর্কাইভ থেকে ফুটবল

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

সিরিআ লিগে নিজের টানা পঞ্চম ম্যাচেই গোল করলেন পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অপ্রতিরোধ্য রোনালদো জুভেন্টাসের হয়ে এবার করলেন জোড়া গোল। শনিবার (২১ নভেম্বর) রাতে রোনালদোর জোড়া গোলে ক্যালিয়ারির বিপক্ষে জয় তুলে নিয়েছে জুভেন্টাস।
 
আন্তর্জাতিক বিরতির পর মাঠে নেমেই বাজিমাত করেন রোনালদো। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। লিগে রোনালদোর এটি টানা পঞ্চম ম্যাচে গোল। প্রথম গোলের মাত্র ৪ মিনিট পর আবারও গোল করেন তিনি।

খেলার ৪২তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে নেন রোনালদো। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান রোনালদো। সিরিআ লিগে চলতি মৌসুমে এটি তার অষ্টম গোল।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি। যদিও বিরতির পর কালিয়ারি একবার জুভেন্টাসের জালে বল জড়িয়েছিল। তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে।

এছাড়া দ্বিতীয়ার্ধে রোনালদো দুটি দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন সতীর্থদের। সেখানেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোল আদায় করতে পারেনি জুভেন্টাস। শেষ পর্যন্ত রোনালদোর দুই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে গেছে জুভেন্টাস। লিগে ৮ ম্যাচ থেকে তাদের দখলে ১৬ পয়েন্ট। আর ৭ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন