নির্বাচনী অপরাধের অভিযোগে মন্ত্রী ফরিদুল হককে ইসিতে তলব
নতুন সরকারের মন্ত্রীসভায় মন্ত্রী হয়েই নির্বাচন কমিশনে (ইসি) ডাক পেয়েছেন ফরিদুল হক খান। তবে প্রকাশ্যে ভোট দিয়ে নির্বাচনী অপরাধ সংঘটনের দায়ে তাকে তলব করেছে নির্বাচন কমিশন। তিনি একাদশ সংসদের সরকারে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনের নৌকার প্রার্থী ছিলেন তিনি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই তলব করা হয়। যা আগামী ১৫ জানুয়ারি নির্বাচনে কমিশনে এসে ব্যাখা প্রদান করতে বলা হয়।
ইসি জানায়, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিন আপনি ১৩৯ জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোটপ্রদান করেছেন। যা বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোটপ্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ।
প্রসঙ্গত, উল্লিখিত অপরাধ সংঘটনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে (নির্বাচন ভবন, কক্ষ নং-৩১৪) ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এএম/