বিসিবি সভাপতি পদ নিয়ে যা বললেন ‘মন্ত্রী’ পাপন
দ্বাদশ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিসিবি নাজমুল হাসান পাপন। মন্ত্রী তালিকায় পাপনের নাম ঘোষণা হবার পর থেকে সবার মনে প্রশ্ন বিসিবি সভাপতি হিসেবে তিনি থাকবেন কি না।
যেহেতু মন্ত্রিত্বের সঙ্গে বোর্ড সভাপতি থাকার বিষয়টি সাংঘর্ষিক নয়। তাই তিনি তার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বিসিবির প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। তবে এবারের মেয়াদের পর তিনি আর নির্বাচন করবেন না। শুধু তাই নয় চলতি মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবির দায়িত্ব ছাড়ার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে যোগ দিতে এসে পাপন বলেন, 'প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। কিন্তু সেটা ইস্যু না। আমার আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। যেটা শেষ হবে আগামী বছর। আমি চেষ্টা করব এ বছর শেষ করা যায় কিনা।’
উল্লেখ্য, ২০২১ সালের ৭ই অক্টোবর চতুর্থ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন পাপন। বোর্ড পরিচালকের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন