আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতকে ধন্যবাদ দিতে চায় হাইকোর্ট

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তারের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট। এতে ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত বলে মনে করেন হাইকোর্ট।

সোমবার (১৬ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

কোর্ট বলেন, মেসেজ আমাদের ক্লিয়ার। কোনো ধরনের দুর্নীতি ও অর্থ পাচারকারীকে প্রশ্রয় দেয়া হবে না। এসব দুর্নীতি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। তারা কোনো ধরনের ছাড় পাবে না। দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস।

আদালত পি কে হালদার বিষয়ে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন