বিসিবির ইতিহাসে সেরা সভাপতি হবো: সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসানের। রাজনীতিতে অভিষেক হওয়া সাকিবকে নিয়ে অনেক ভক্ত সমর্থক স্বপ্ন দেখেন তিনি বিসিবি সভাপতি হবেন। যদিও টাইগার অধিনায়কের বিসিবি সভাপতি হতে আরও অনেকটা পথ বাকি।
তবে এর আগেই সাকিব জানালেন, সুযোগ পেলে দেশের ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হবেন তিনি। শুক্রবার (১২ জানুয়ারি) দুবাইভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টেনের দল বাংলা টাইগার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
সাকিব বলেন, ‘সভাপতি হতে পারলে ভালো লাগবে, বাকিটা তো জানি না। আমি বিশ্বাস করি, আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের ইতিহাসের সেরা সভাপতি হবো। পারি না পারি, সেটা পরের কথা।’
বিশ্বসেরা অলরাউন্ডার বিসিবির বর্তমান সভাপতি নাজমুস হাসান পাপনের প্রশংসা করে আরও বলেন, ‘পাপন ভাই এতো দিনে অনেক কিছু করেছে। স্বাভাবিকভাবেই তার অর্জনগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। আর আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে, তাহলে আমি সেরা কাজটা কীভাবে করব। এমন না যে আমি কাউকে ছোট করছি। আগে যারা দায়িত্বে ছিল, সবাই চমৎকার কাজ করেছেন। তারা কাজ না করলে দেশের ক্রিকেটে এতো উন্নতি হতো না। তাদের অবদানের ফলেই আমরা এতদূর আসতে পেরেছি। আমি যদি আসি, হয়ত অনেক বেশি কাজ করতে পারব। সবকিছু আসলে সময় বলে দেবে।’