চোখের চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন সাকিব
ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপ ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে এক প্রশ্নের জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার চোখের সমস্যার কথা বলছিলেন। বিপিএল শুরু আগে সেই সমস্যা আবারও ভোগাচ্ছে তাকে।
রোববার (১৪ জানুয়ারি) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুর রাইডার্সের অনুশীলনের সময় ছিল সকাল ১১ টায়। সবাই ঠিক সময়ে আসলেও, সাকিব মাঠে আসেন এক ঘণ্টা পরে।
মাঠে আসার পর সাকিবকে দেখা যায় চশমা পরে ব্যাটিং অনুশীলন করতে। এদিন নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন সাকিব। এসময় তার পিছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী। তার অধীনেরই রিহ্যাব করেছেন সাকিব।
জানা গেছে, চোখের সমস্যার কারণে বল দেখতে এবং ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছেন না সাকিবের। তাই দু-একদিনের মধ্যেই চিকিৎসার জন্য লন্ডন যাবেন তিনি। যদি রিপোর্ট ভালো আসে, তাহলে বিপিএলের শুরু থেকে খেলবেন তিনি। অন্যথায় মিস করতে পারে শুরুর কয়েকটি ম্যাচ।