আর্কাইভ থেকে বাংলাদেশ

কঠিন প্রতিপক্ষ তাও ভয়হীন ফুটবল খেলাই লক্ষ্য

এএফসি কাপের গত আসরে কোনো ম্যাচ না হেরেও বিদায় নিতে হয়েছিলো বসুন্ধরা কিংসকে। কিন্তু এবার আর সে পথে হাটতে চায়না বাংলাদেশ চ্যাম্পিয়নরা। গ্রুপের তিন ম্যাচ জিতেই পরের রাউন্ডে যেতে চায় অস্কার ব্রুজোনের দল।

আজ (বুধবার) সে লক্ষ্যে মাজিয়ার বিপক্ষে মাঠে নামছে রবসন-সোহেলরা। গতবার মাজিয়াকে ২-০ গোলে হারালেও এবার তাদের কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে অস্কার ব্রুজোন জানান, ‘গতবারের চেয়ে এবারের মাজিয়া অনেক শক্তিশালী। তাই প্রথম ম্যাচটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’

মাজিয়ার সাম্প্রতিক ফর্মও তাই বলছে। মালদ্বীপ প্রিমিয়ার লিগে ১২ ম্যাচের ১১টিতেই জিতে লিগ শিরোপার দ্বারপ্রান্তে তারা। এ কারনেই তাদেরকে খাটো করে দেখছেন না অস্কার ব্রজোন।

তবে সময় বদলেছে, বদলেছে ভেন্যু। প্রতিপক্ষ যখন একই তখন লড়াইয়ের আভাস দিলেন মাজিয়ার সার্বিয়ান কোচ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাজিয়া কোচ মিউদ্রাগ জেসিচ বলেন, ‘আমরা আমাদের খেলা খেলবো। প্রতিপক্ষ নিয়ে কোন কথা বলতে চাই না। আমরা এখানে এসেছি ভয়ডরহীন ফুটবল খেলতে। আমি মনে করি গ্রুপ পর্বে আমাদের ভাল সম্ভাবনা আছে। ছেলেরা মাঠে তাদের সামর্থ্য প্রমাণে মুখিয়ে আছে।’ 

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। একই দিন মাঠে নামছে গ্রুপের বাকি দুই দল এটিকে মোহনবাগান ও গোকুলাম কেরালা। 

মাজিয়ার পর কিংসের চ্যালেঞ্জ ভারতের এটিকে মোহনবাগান। গত আসরে ১-১ গোলে ড্র করা দুই দল এবার মুখোমুখি হবে ২১ মে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৪ মে, প্রতিপক্ষ ভারতের আরেক দল গোকুলাম কেরালা। এবারই প্রথম দলটির বিপক্ষে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন